প্রকাশিত: Mon, Feb 6, 2023 2:31 PM আপডেট: Sat, Jul 5, 2025 3:58 AM
শতাব্দির ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়া মৃত্যুপুরী
নিহতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে
সাজ্জাদুল ইসলাম: তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ায় স্থানীয় সময় সোমবার ভোর চারটায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮। এতে দুই দেশের সীমান্ত অঞ্চলে শত শত মানুষ হতাহত হয়েছে। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। তাই মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। সিএনএন, আলজাজিরা, ডেইলি সাবাহ, সানা
তুরস্ক ভুমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজে আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে। তুরস্কের রেড ক্রিসেন্ট ভূমিকম্পে আহত লোকদের জন্য জনগণের প্রতি রক্তদানের আবেদন জানিয়েছে।
এটি হলো শতাধিক বছরের মধ্যে তুরস্কে সবচাইতে ভয়াবহ ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগির ২৩ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ২৪.১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ৪২টি ভূকম্পন সংঘটিত হয় যার মধ্যে বৃহত্তমটির মাত্রা ছিল ৭.৬। তুরস্কের সঙ্গে সিরিয়া ও প্রতিবেশী লেবাননেও ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে উদ্ধার ও অনুুসন্ধান দল পাঠিয়েছে তুরস্ক। সেখানে এখন উদ্ধার তৎপরতা চলছে। ভূমিকম্পে তুরস্কের দিয়ারবাকির অঞ্চলে ১৭ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে ঐ অঞ্চলের বিভিন্ন শহরের বহু ভবন ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সিরিয়ায় এ ভূমিকম্প ও এর পরের কম্পনে অন্তত ৪২ জন নিহত ও ২০০ আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিরিয়ার সরকারী বার্তা সংস্থা এ তথ্য জানায়।
সিরিয়ার এটমিড শহরের ডাক্তার মুহীব কাদ্দোর বলেন, তার শহরেই ১১ জন নিহত হয়েছে। ধ্বংসস্তুপের নীচে আরো বহু লোক চাপা পড়ে রয়েছে। আমাদের আশংকা এ দুর্যোগে শত শত লোক নিহত হতে পারে।
বিরোধীদলীয় সিরিয়ান সিভিল সিফেন্স বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরপশ্চিম সিরিয়ার পরিস্থিতিকে বিপর্যয়কর বলে বর্ণনা করেছে। তারা জানায়, সম্পূর্ণ ভবন বিধ্বস্ত হয়েছে এবং তার নীচে লোকেরা চাপা পড়ে রয়েছে। সিভিল ডিফেন্স জনগণকে ভবন ছেড়ে খোলা স্থানে এসে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তায়েব এরদোগান এক টুইট বার্তায় জানিয়েছেন, ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলগুলোতে অনুসন্ধান ও উদ্ধার দল পাঠানো হয়েছে।
ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর তুরস্কের ডিজস্টার এন্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এএফএডি) আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছে। এএফএডি এক বিবৃতিতে জানায় যে, শহরগুলোতে অনুসন্ধান ও উদ্ধার কাজ চালানোর কাজে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।
সংস্থাটি জানায়, সোমবার স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে আঘাত হানে এ ভূমিকম্প। এরপর ৩২টি ভূকম্পন অনুভূত হয়। তুরস্কের কাহরামানমারাস, হাতয়, উসমানি, গাহিয়ানটেপ, সানলিউরফা, দিয়ারবাকির প্রদেশগুলো এ ভূমিকম্প আঘাত হানে।
তুরস্কের রেড ক্রিসেন্ট ভূমিকম্পে আহত লোকদের জন্য রক্ত দিতে জনগণের প্রতি আবেদন জানিয়েছেন। তুরস্কের রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট কেরেম কিনিক বলেছেন, ভূমিকম্প আঘাত হানার পর তার সংস্থা তুরস্কের উত্তরাঞ্চলে অতিরিক্ত রক্ত পাঠানো শুরু করেছে। আমরা ডিপ্রিম অঞ্চলে অতিরিক্ত রক্ত পাঠাচ্ছি। প্রথম পর্যায়ের পাঠানোর মতো রক্ত আমাদের আঞ্চলিক ব্লাড ব্যাংকে মজুদ আছে। কিন্ত ভবিষ্যতে আরও প্রয়োজন দেখা দিতে পারে, সেকথা বিবেচনা করে আমরা সারা তুরস্কের জনগণের প্রতি রক্ত দানের আবেদন জানিয়েছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
